অজস্র স্বপ্ন মৃত
দুঃখের সময় হারিয়ে যায় চলার পথ
দুর্ভাগ্য দিশাহারা মন অতি বেদনাময়
কাগজের ফুল মৃত
বাষ্প হয়ে উড়ে যায় শিরা উপ শিরার সমস্ত রক্ত
কাদের জন্য এ পরাজয় জেনেছি !
কাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছি !
বোঝেনি মন অবহেলিত হয়েছি শুধু আমি।


পাষাণরা হাত থেকে হাত সরিয়ে নিয়েছে
মিথ্যা অজুহাত দিয়ে অপমান করেছে
সমস্ত কিছুই মেনে নিয়েছি মাথা নত করে।
দুইফোঁটা রক্তদানের বিনিময়ে অনেকের জীবন বেঁচে গেছে
আমি গুরুতর আঘাত পেয়েছি মনে।
হাতে খালি থালা- জোটেনি দুমুঠো ভাত যাদের
তারা এখন নামিদামি খ্যাতিমান মানুষে পরিণত হয়েছে
মুছে গেছে সময়  কেড়ে নিয়েছে তারা অতীত মানুষের নামগুলো।


কাগজের ফুল কখন জীবিত হয়ে যায়
কেউ জানে না! শুকিয়ে যাওয়া পাতাও জীবন পেতে চাই
হিমের মাঝে শিশির ভেজা প্রহরে।
হতভাগা জীবনে এমনটাই হওয়ার কথা ছিল
সমস্ত জ্বালানী কেমিক্যাল নিয়মে ফুরিয়ে যায়
আমরা উত্তরমেরুতে বিজয়ের পতাকা উড়িয়ে
শূন্যতাকে হৃদয়ে পুষি কৃষকের হাড়ভাঙা শ্রমে
কিলবিল করা পোকার বীজে অঙ্কুরোদগম ঘটিয়ে।