জয় বীর জয় বিরত্ব
জয় হো মহাপ্রভু জয় জগন্নাথ জয় হো।
যারা চোখ থাকতে অন্ধ তারা মানুষ নয় তারা পাষাণ
যারা মিথ্যা যারা ভন্ড তাঁরাই প্রিয় এই সমাজে
হে প্রভু তুমি পথ দেখাও সত্যের হে প্রভু তুমি পথ দেখাও ন্যায়ের।
পাষাণ নয় আমরা পাষাণ তো অত্যাচারী
হে বীর শিবাজী এসো এসো তুমি ফিরে এসো বীরবিক্রম পরাক্রমী।