কবিতা:- জীর্ণ ডায়েরির কবিতা
লেখক - অভিজিৎ হালদার


পোড়া হৃদয়ের জীর্ণ ডায়েরিটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে সময়। পথের পর পথ ভুল করেছি হেমন্তে ঝরে গেছে স্মৃতির সমস্ত পাতা'গুলো অশ্রু ভেজা চোখ থেকে নেমে গেছে একশো কবিতা
তবু বেঁচে আছি , আদি নক্ষত্রের আলোয় মন ভরিয়ে।


তাজা তাজা কাঠগোলাপের পাপড়ি মাথার সিঁথি বেয়ে
বুকের উপরে ঝরে পড়েছে একুশ বছর ধরে এমনি বিনিদ্র রজনী অপেক্ষা করেছি....
সত্যের ছবি আঁকবো বলে
তবুও সেই কাঙ্ক্ষিত সময় আসেনি কখনও !!