জীবনের পথ এগিয়ে যায় যাচ্ছেতাই
বৃষ্টি আসেনি মেঘের বিরহে
মন ছুঁয়ে যায় হৃদপিন্ডের অস্তিত্বে বিশ্বাস কিংবা অবিশ্বাস
কেউ কোনোদিন চোখের ভাষা বোঝেনি আগামীর শপথ গ্রহণে।
অসংখ্য দীর্ঘতম গরমের রাতে ঘুম আসেনি
ছাদে কেটেছে সময়
ফুরিয়ে যাওয়া বাতাসের রঙে তারাদের রূপরেখা আর ব্যস্ত নগরীর বুকে কাঠ ফাটা হারাকার
তবুও বৃষ্টি আসেনি প্রত্যাশা পূরণ করতে
গরমের দিনে সেদ্ধ হয়ে গেলে শরীর কিংবা চামড়া।
জীবনের পথ এগিয়ে যায় সমুদ্রের উত্তাল নিকর্ষ নিরক্ষর ছেলেমানুষী অভিনয়
কেউ বুকের ভিতর টেনে এনেছে বৃষ্টি আসার প্রার্থনা
আবার কেউ বৃষ্টি দেখা পাবে বলে উপবাস থেকেছে চালচুলোহীন নিঃসঙ্গ।
দীর্ঘ রজনীর বুকে প্রবঞ্চনার দাঁড়িয়ে আছে মানুষ
দিনে দিনে কঠিনতর হারাকার আর বুক ফাটা কান্নার ভীড়।।
© Copyright Reserved
Abhijit Halder
28.04.2024