আকাশ যখন আঁধার করে, গর্জে ওঠে মেঘের দল,
বিদ্যুৎ চমকায় ভয়াল রূপে, কাঁপে ধরণীর সকল স্থল।
বাতাস নাচে উন্মত্ত হয়ে, বৃক্ষেরা নোয়ায় মাথা,
যেন রুদ্রদেব এলেন ধেয়ে, ভাঙতে সকল বাঁধা।
শান্ত হও, হে রুদ্র, এবার থামাও তোমার ক্ষোভ,
প্রকৃতির বুকে শান্তি নামাও, জুড়াক সকল লোভ।
তোমার গর্জনে ভীত সকলে, কাতর প্রাণে ডাকে,
দাও দয়া, হে প্রবল ঝড়, এবার তুমি থামো বাঁকে।
যেমন করে শান্ত হয় উত্তাল সাগরবেলা,
তেমনি শান্ত হও তুমিও, এ দুর্যোগের খেলা।
শিশির ভেজা শান্ত সকাল আবার আসুক ফিরে,
আলো ঝলমল দিনের কিরণ পড়ুক ধীরে ধীরে।
ক্ষান্ত হও, হে ঝঞ্ঝা, তোমাতে আর কাজ নাই,
স্নিগ্ধ বাতাস বইতে দাও, জুড়াক সবার হিয়া।
প্রকৃতি আবার হাসুক আপন রূপে, শান্তিময়,
তোমার রোষের পরে যেন শান্তি নেমে রয়।।