যে রাতের নিস্তব্ধতা নেই সে রাতের পথিক হতে চাই না আমি
যে রাতে সুগন্ধি ফুল ঝরে না সে রাতের প্রেমিক হতে চাই না আমি
যে রাতে চোখের পাতা বুজে যায় সে রাতের পুরুষ হতে চাই না আমি
যে রাতে অন্ধকার নেই সে রাতের যুবক হতে চাই না আমি
যে রাতে বিষণ্ণতা নেই হৃদয়ের ভিতর সেই রাতের প্রেম পুষতে চাই না আমি।
আমি শুধু হতে চাই নিস্তব্ধতায় পথিক
বিষণ্ণতার প্রেমিক পুরুষ
অন্ধকারের আয়ুষ্মান
আর প্রেমিকাদের অনুশোচনার দীর্ঘ রজনীর আঁধার।