ফুটপাতে সারি সারি ক্ষুধার্ত মানব
আঁখি শূন্য হাতে ভিক্ষার বাটি
গায়ে জড়ানো ছেঁড়া ময়লা এক টুকরো থান জানি না তাঁদের পরিচয় ! নেই কোনো ঠিকানা ! একটুকরো স্বপ্ন কিনতে চেয়েছিল তাঁরা
পায়নি অধিকার পায়নি প্রাপ্য অংশটুকু।
এই নিয়ে বিদ্রোহ ,তবে এই বিদ্রোহ সে বিদ্রোহ নয় !
এ বিদ্রোহ ভিক্ষুকে'র ভিক্ষার বাটি হাতে নেওয়ার।
দিন আসে রাত যায়
ফুটপাতের মানবেরা কোনো অধিকার চেয়ে বসে না
কারণ তাঁরা ভিক্ষুক , তাঁরা চাই শুধু সামান্য কিছু ভিক্ষার রুটি রোজগার....
সময় এসে কেড়ে নেয় তাঁদের ভিক্ষার অংশটুকু কেড়ে নেয় জীবন , বিষাক্ত বঞ্চিত রক্তকণা'গুলোও
কেড়ে নিতে ভোলে না রক্তশোষণকারী কীটগুলো;-
বাকী পড়ে থাকে চামড়া ও মাংশ
সেটুকুও ফুটপাতের ক্ষুদার্ত কুকুরেরা টানাহেঁচড়া করে
তাঁদের খাদ্যে পরিণত করে।
কালো ধোঁয়ায় ছেয়ে যাই স্বপ্নের ও শহর নগর
একসময় ফুটপাত রাজপথে পরিণত হয়
থাকে না কোনো ভিক্ষুক ভিক্ষার বাটি হাতে করে সেখানে অধিকার চাওয়ার মত কোনো মানব থাকে না !!
ব্যস্ত পথ ঘাট চলন্ত সিঁড়ি রাজপ্রাসাদ সবই বাড়বাড়ন্ত
আকর্ষণ ক্রমাগত সপ্তাহ শব্দকীটের দেহের পাঁজর থেকে আসে
ভুল হয় না নীতি ভুল হয় না শোষণ
তবুও দীর্ঘদিন টিকে থাকে মানব চিবিয়ে খাওয়া যন্ত্রগুলো।।
২০.০৮.২০২৩
Copyright Reserved