ফুলের নাম উপমা তোমাকে দিয়েছি
বাতাসের কানে কানে ছড়িয়ে দিয়েছি সেকথা
বিশ্বাস রেখো শুধু তুমি আমাকে।
অযথা প্রশ্ন রেখো না মন বোঝায় করে
আমি ফুলের উপমা দিয়েছি তোমাকে।
তোমার চোখে রাত্রির আঁধার লুকিয়ে থাকে টেবিলের উপর নিভে যাওয়া মোমবাতির গায়ে।