ফুলের মতো সংগ্রাম মানুষের
ফুলের মতো জীবন মানুষের
হতাশার অঙ্গীকার বাড়ে -
কেউ কোথাও থাকে না
বিরহের প্রহরে জেনেছি অধিকারের নিয়ম নীতি।
দূরত্বের বৃষ্টি নামে দুচোখে বিস্ময় জাগিয়ে
জনমানবহীন শূন্য শহরের প্রান্তরে।
শুকনো পাতার দীর্ঘ রজনীর নিস্তব্ধতায় জাগে অতীত
কোথাও সংশয় আছে বেরঙীন বন্দী দশায়।