সাফল্যের পর উঠে আসা অস্তিত্ব
টিকিয়ে রাখা নতুনত্ব
কঠিন সময়ের ভিতর সময় সম্পূর্ণরূপে বাড়ে।
আকাশের মেঘছায়া রঙ দিকভ্রষ্ট
সময়ের আলোচিত দিকদর্শন আছে
কোথাও ক্ষয় হয় বহু স্মৃতির পাতা
জ্বলে যায় পুড়ে যায়।
সাফল্যের সঙ্গে বেড়ে ওঠে দিক পরিবর্তন
পথের ভিতর লুকিয়ে থাকা বেরঙিন আর্তনাদ বেড়ে ওঠে
কেউ কোথাও থাকে না আশার আলো জ্বালাতে।
মনে পড়ে অতীত
বহু স্মৃতি থাকে জীবনের পাতায় পাতায়।।