কবিতা - দূর সীমানার লাল পাহাড়
লেখক - অভিজিৎ হালদার
দূর সীমানার লাল পাহাড়
কত না তাদের ইতিহাস
দিনরাত একা একা
নীরবে চোখের জলে ভাসা।
এই যদি হয় চোখের নেশা
কিবা তাহার মনের ভাষা
সমুদ্রের নীল জলস্রোতে
মনে পড়ে স্মৃতির পাতা।
অতি অতি সুন্দর আশা
প্রকৃতি নয় তো বৃথা আশা ;
ভালোবাসা প্রেমেরই ভাষা
ঠোঁটের কোণে মিষ্টি চুমা।
চোখ বুজলে স্বপ্নের মেঘ
ঘুরে বেড়ায় কবিতার খাতাতে ,
সন্ধ্যা বেলা জীবনের প্রদীপে
জমে কত পাপের ধূলা।
দূর সীমানার লাল পাহাড়ে
বৃষ্টি আসে দুপুর বেলা
সেই সময় কাগজের নীল নৌকা
নেমে আসে হিমালয় থেকে।।