দুনিয়া ভরা রঙের চোখে দেখছিলাম তোমাকে
অবকাশের মায়াতে।
চোখের জলে নীলচে দহনের জোয়ারে
পথ চলছি পৃথক হওয়ার তাগিদে।