দুচোখে আঁধার নেমেছে একাকার
বহুকিছু পায়নি আমি
তোমরা যারা খুব সহজেই যা পাও তা আমি পায়নি!
কেটে গেছে সময় ফুরিয়ে গেছে অজুহাত
চোখের ভিতর স্বাধীনতার স্বাদ আসেনি
মানুষ ভুলে গেছে স্থায়ী পৃথিবীর ঠিকানা।

দুচোখে আঁধার নেমেছে ঋতুকাল
তোমাদের পথ চলা সাফল্যের পথ ধরে
আর আমার পথ চলা বিরুদ্ধতার জনমিছিলে।
দিনের পর দিন বয়ে যায় অবসাদের রেখামিছিলে
তোমরা পথ হেঁটেছো তিলোত্তমা নগরীর রাজপথে
আর আমি পথ হাঁটছি ছায়াঘেরা অরণ্যের আঁধার পথ ধরে।।


© Copyright Reserved
       Abhijit Halder
         14.12.2023