ধ্রুবতারা সংকোচে স্বপ্ন উড়ে গেছে আকাশে
বাতাসের কানে কানে ছড়িয়ে ছিটিয়ে আছে বেনামী দুঃখে ভরা চিঠি অজস্র।
মেঘের কোলে রোদ হেসে বলে যায় কথা হৃদয়ের গভীরে
আলো আঁধারের লুকোচুরি রাঙিয়ে বিদ্রোহ পেরিয়ে।