দীর্ঘদিনের অপেক্ষার অবসানে...
কয়েক যুগের ফাঁকে তোমায় দেখা,
মনে হলো স্বপ্নের মতো সব।
চোখের কোনে মিলল সেই আলো,
যে আলোয় জ্বলেছিলাম কত কাল।
তোমার হাসি, তোমার কথা,
সব মনে পড়ে গেল আজ হঠাৎ।
সময়ের ধারায় বয়ে গেলেও,
তোমার প্রতি ভালোবাসা, আজও অটুট।
হারিয়ে যাওয়া মুহূর্তগুলো,
আজ ফিরে এসেছে মনে।
তোমার স্পর্শ, তোমার নিশ্বাস,
আজও মনে হয় এতো কাছে।
কয়েক যুগের অপেক্ষার অবসান,
আজ হলো স্বপ্নের মতো সত্য।
তোমার সাথে এই মিলন,
আজ আমার জীবনের সবচেয়ে বড় সুখ।