দুদিকে সমুদ্র মাঝে পাহাড়
আমি ভুল বুঝিনি, তুমি তো মহান।
হিসেব নেই ! পালাবার পথ এখন ভয়ঙ্কর
চেতনা জাগে হৃদয়ে ফুল ঝরা অন্যায়।
হাত বলে দেবতার চরণ ছুঁতে
পা বলে দৌড়াতে, সময় এসে বলে যায়
মানুষ চেনা বড় দায় !!
সত্যের পথ মহাশূন্য
মিথ্যার পথ পরিপূর্ণ
উৎসর্গহীন জীবনে নিখোঁজ হয় মানচিত্র।
জন্ম বেড়ে ওঠে জীবন হয় ক্ষয়
স্বাধীন হয় আসামী স্থির হয় পরিচয়।
বিস্ময়ের দুই প্রান্তে পৃথিবী ও মানুষের বসবাস
ত্যাগ হয় পুএ ত্যাগ হয় নারী
সময় এসে কেড়ে নেয় মানদন্ডের কর্মচারী।
সত্য হয় কাটাকুটির খেলা
চেতনা ফেরে রক্তের প্রতিটি বিন্দুই
ঢেলা ভেজা চোখের তিক্ত গহ্বরে
তুমি রয়ে গেছো নীরবতায়।
১৯.০৮.২০২৩