চাঁদ আর পাখিদের পথ আছে একান্ত নিরিবিলি ধ্রুবতারার নিরন্ন হৃদয়ে
ভগ্নদশা পথের পথিক হয়ে আছি একটুকরো স্মৃতি জড়িয়ে।
জড়িয়ে আছে গাছেদের বিহ্বলতা আসামী চক্ষু
নূতনের নক্ষত্রের নামধাম ফিউশন প্রবণতায়।
কোটি কোটি মানুষের ভাষা আন্দোলনের শহীদ মিছিলে আমি হেঁটেছি নীরব
আলো আর অন্ধকারের ঘেরাটোপ পেরিয়ে অভিমান মুছে দিয়েছি প্রেমিকার হৃদয় ছুঁয়ে।