বলতে বলতে কিছু কথা বলা হয়নি আজও
বসন্ত বাতাসের সঙ্গীর নিস্তব্ধতার বুকে উদ্দীপনা জাগে
জাগ্রত উত্তর আর মিছে হওয়া মিছিলের মাঝে দাঁড়িয়ে পথ খুঁজেছি সত্যের।
আলো আঁধারের নতুনত্বের ছোঁয়া লাগে বৃষ্টির দিনে।
বলতে পারিনি রঙিন স্বপ্নের কথা
বলতে পারিনি অনুশোচনার ভাষা।
আগুনে পোড়া কঙ্কালের জীবাশ্মের আয়ু নিয়ে বেড়ে গেছে অসংখ্য বিনিদ্র রজনী নিদ্রাহীন চোখে নির্লিপ্ত কীটের খেলাঘর ছিন্নবিচ্ছিন্ন করে।
হাতের আঙ্গুলের আঁকে বাঁকে খুঁজেছি নীরবতা
জোনাকির বুক চিরে এগিয়ে গেছে অরণ্যের অন্ধকারে যে প্রেমিক প্রেমিকারা তারা আর কোনোদিন ধূপজ্বলা ধুধু প্রান্তরে ফিরে আসেনি
মিছে হয়েছে কত কথা দেওয়া নেওয়া
মিছে হয়েছে অসংখ্য মিছিলের পদযাত্রার শ্লোগান।।
© Copyright Reserved
Abhijit Halder
05.06.2024