কবিতায় কবিতায় ভরে উঠুক জীবন
সত্যের পথে পথে শূন্যতার ভিড়।
বিশ্ব কবিতা হোক শান্তির
বিশ্ব কবিতা হোক প্রাণের আনন্দ
শহরের রাজপথে মিছিল হোক বেঁচে থাকার প্রতিবাদে
বাড়ুক সমাজ বাড়ুক অতীত।
রক্তের চিহ্ন প্রেমের নক্ষত্র জীবন্ত
সংগ্রাম মানুষের জন্য ভালোবাসা লিখেছি
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এ কবিতার জন্য আলোকিত।
আলোকিত পথে অন্ধকার কেটে যাক
বিশ্ব কবিতার জন্য ভালোবাসা হোক নির্মল
বিশ্ব কবিতা বয়ে আনুক পৃথিবীতে শান্তি।