তীব্র দহনের দিনে বৃষ্টি আসুক গরমকে উপেক্ষা করে
হে বৃষ্টি তুমি দেখা দাও এই দহনের প্রান্তরে
গাছেরা জীবন পেতে চাই হে বৃষ্টি তুমি ঝরো তীব্র মুষলধারায় গিরিসনে।
চেয়ে আছে মানুষের বিরক্ত মনভেজালী চোখ
হে বৃষ্টি তোমাকে দেখবে বলে।

মেঘ ভেসে ভেসে উড়ে যায় দূর আকাশের দিকে
হে মেঘের রাশি তুমি বৃষ্টিকে আসতে বলো এই পৃথিবীর দহনের প্রতিটি প্রান্তর জুড়ে
হে বৃষ্টি ঝরো ঝরো মুখর গিরিবনে দগ্ধ হৃদয়কে সিক্ত করে।

হে বৃষ্টি আসো নমস্য হিমালয়ের বাতাসের সঙ্গী হয়ে
এখানে এসে সমীহিত প্রলয়নিক্ত ইশারার মনজুড়ে বৃষ্টিতে ভাসিয়ে দাও বুক ফাটা নদীর দুকূল আর পাখিদের ডানার কলঙ্কের দাগ ধুয়ে দিতে।

হে বৃষ্টি তুমি আসো দহনের জোয়ারে বন্যার তিক্ততা ছড়িয়ে
চেয়ে চেয়ে থাকি তোমার দিকে
হে বৃষ্টি তুমি ঝরো হৃদয়কে জুড়িয়ে দিতে।
পথে পথে শূন্যতার ভিড়ে মানুষ গাছেদের বিহ্বলতা বোঝে না
বৃষ্টি তুমি জানো তুমি না থাকলে পৃথিবীর প্রতিটি জীব মৃতপ্রায়
তুমি জানো সমস্ত দুঃখ
হে বৃষ্টি তুমি ঝরো
তুমি ঝরো হে বৃষ্টি তুমি ঝরো
পৃথিবীর সমস্ত দহনের প্রতিটি শিরা উপশিরা তোমার অস্তিত্ব তুমি লেখো হে বৃষ্টি তুমি লেখো তোমার জয়গান
হে বৃষ্টি তুমি ঝরো
হে বৃষ্টি তুমি ঝরো ঝরো।।


© Copyright Reserved
    Abhijit Halder
   25.04.2024