বিবেকের বিরুদ্ধে যাচ্ছি
কতটা সার্থপর হয়ে।
আমি অসুস্থ ছিলাম হৃদয়ের গভীরে আলোর দিশার খোঁজে।
দুরন্ত স্বপ্নচারী হয়েছি অসংখ্যবার বীরত্বের পরিচয়ে।