ভূতের গল্পে শিহরিত হয় মন,
বিশ্বের মাঝে আছে কত ভুতুড়ে স্থান।
কোথাও শুনি আর্তনাদের রোল,
কোথাও কাঁদে যেন শিশুর দল।
ইংল্যান্ডের হেম্পটন কোর্ট
রাজবাড়ির দেয়ালে ভুতের আনাগোনা,
হেডলেস লেডি ঘোরাফেরা করে যেন,
দেখে সবার হৃদয় হয় কম্পন।
জাপানের আওকিগাহারা বন
আত্মহত্যার স্থান, নীরব নিঝুম,
হাড় হিম করা বাতাস বয়,
যেন মৃত্যুর হাতছানি দেয় অহরহ।
মেক্সিকোর লা ইসলা দে লাস মুনইকাস
পুতুলের দ্বীপ, অজানা দৃশ্য,
ঝুলন্ত পুতুল, নিষ্পলক দৃষ্টি,
যেন বলছে কত কথা, ভয়ংকর স্মৃতি।
ভারতের ভানগড় দুর্গ
ভূতুড়ে কেল্লা, মৃতের নগর,
দিনের আলোতেও ভয় লাগে,
রাতে যেন ভুতের মেলা বসে।
আমেরিকার উইনচেস্টার মিস্ট্রি হাউস
অদ্ভুত স্থাপত্য, গোলকধাঁধাঁ পথ,
আত্মার আনাগোনা, অভিশপ্ত যেন,
যে যায়, সেও নাকি ভয় পায় ভীষণ।
স্কটল্যান্ডের এডিনবার্গ ভল্টস
পাতালপুরী, অন্ধকার জগৎ,
অশরীরী আত্মার বাস,
যেন মৃত্যুর শীতল স্পর্শ।
ইতালির পোভেগ্লিয়া দ্বীপ
প্লেগ রোগীদের আর্তনাদ,
ভয়াবহ ইতিহাস, অভিশপ্ত স্থান,
যে যায়, সেও নাকি ফিরে আসে না।
পৃথিবীর এই ভুতুড়ে স্থানগুলি,
ভয় আর রহস্যে ঘেরা,
সাহসীরাই শুধু পারে যেতে,
অনন্ত রোমাঞ্চের খোঁজে।।