সকালে উঠিয়া দেখিলাম
চারিদিকে সুন-শান
কোথাও কিছু নাই
ভাবিলাম আর বুঝি বেঁচে থাকা দায়।
পৃথিবীর আয়ু বুঝি
শেষ হয়ে গেছে..!!
নীল আকাশের দিকে
হঠাৎ করে চেয়ে আছি
পৃথিবীর বিদায় ঘন্টাটা
এমনি করে বাজতে লাগলো
তবে এটাই কি পৃথিবীর শেষ !