**  বাসনা **

আমার সকল কবিতা
কোনো দিন মিথ্যা হবে না জানি -
কিছু কবিতা সূর্যের আলোর মতো সত্য
আর কিছু কবিতা সত্য পাহাড়ের সমান ,
তবুও হৃদয়ে অন্ধকার নেমে আসে
চেতনা জেগে ওঠে
যদিও রাত্রের কাছে
ঘন অন্ধকার ভালো -
তবু রাতের ভালোবাসা
পৃথিবীর সমস্ত নিস্তব্ধতাকে সঙ্গী করে
নিয়ে আসে নির্মল বাতাসের মতন।
নিষিক্ত মনে নিশানার তীর
নির্ভীক বাসনাকে জাগাই -
রাত্রির নক্ষত্রের জল
নাশ করে জরাজীর্ণ সভ্যতাকে
আর সেখানে ফুটিয়ে তোলে
প্রার্থনাময় এক মন্দির।
কোনোদিন এই পৃথিবীর পথ - 'শূন্য' হবে
আমার শরীর ক্ষ'য় হবে , মৃত হবে
ভেসে যাবো নীল সমুদ্রের ঢেউয়ের রাশিতে ;
তারপর আবারও একদিন অন্ধকার নেমে আসবে
জানবে না কেউ , সহজ রাত্রির আদিম কাল।।