ব্যর্থ পুরুষের কথা বলছি আজকে বিনিদ্র রজনীর প্রাক্কালে
দুচোখে বহু বিষণ্ণতা আর হৃদয়ের আর্তনাদ বাড়ে
এক আকাশ
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া সভ্যতার ভিতর দাঁড়িয়ে আছি একা।
রোদ্দুরের ভিতর অসংখ্য মানুষের পরিশ্রম বাড়ে
জ্বলন্ত সিগারেটের গন্ধ শেষ হয় মানুষের
হেঁটে যাওয়া শোভা মিছিলের কর্মসূচি বাড়ে
হাত বাড়িয়ে হাতের উপর পৃথিবী শূন্য উপরিক্রচূর্ণ ঊষা।