বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মনপ্রাণ।
বাংলাতেই কথা বলি আমরা বাংলাকেই ভালোবাসি চিরকাল।
বাংলায় লিখি কাব্য বাংলায় গায় গান
এই বাংলাতেই আমরা পথ চলি বাংলাকেই মানি জীবনভর।
বাংলা আমার দেশের মাটি
বাংলা আমার দেশপ্রেম
বাংলা আমার স্বাধীনতা
বাংলা আমার অহংকার।
বাংলাতেই কথা বলি আমরা
বাংলা আমাদের সংগ্রাম।
এই বাংলার জন্য রক্তলাল
এই বাংলার জন্য সভ্যতা
এই বাংলার জন্য শহীদ মিনার অনন্তকাল।
বাংলা আমার প্রাণের আলো
বাংলা আমার তৃষ্ণার জল।
বাংলা আমার শিরা উপশিরা
বাংলা আমার প্রেম ভালোবাসা।
এই বাংলা আমার ভাইয়ের রক্ত
এই বাংলাতেই আমরা বাঁধি ঘর।।