বেনামী একটি ফুল ছুঁয়ে পেরিয়ে গেছে রজনী
নিদ্রাহীন চোখে রাত জেগে জেগে আছি
সে ঈশ্বর সমস্তকিছু ভালো করে দাও
সবকিছুই আগের মতো করে দাও