মনের কোণে তুমিই রাজ কর,
হৃদয়ের গহীনে তোমারই স্বর।
বেদনার ছন্দে প্রেমের সুর,
বাজে চিরদিন, চিরদিন এই দুর।
তোমার স্মৃতি আমার সব চেয়ে প্রিয়,
আঁখি মুছি মুছি, হৃদয় ভরে গিয়ে।
দূরে থাকলেও তুমি আমার কাছে,
কল্পনায় মিলি, হাসি, কাঁদি একেবারে।
একাকী রাতে তোমারই কথা মনে হয়,
চাঁদের আলোয় তোমার চেহারা দেখে মনে হয়।
কেন জানি এত কষ্ট, এত যন্ত্রণা,
তুমি ছাড়া আমি কিছুই না।