বেঁচে আছি দুরন্ত চোখে রাতের নিশানায়
পাখিদের জয়গান হারিয়ে গেছে ডানা বেয়ে মৃত্যুশোকে।
বিন্দু বিন্দু আলোর ছটায় যে পথ ভাসমান
মাইলের পর মাইল যে দূরত্ব তা মুছে যায় দীবত্বের জড়তায় কিংবা হামিংবার্ড আশ্রয় নিষিদ্ধ অরণ্যের অন্ধকারে পেস্টাগো ফেনিলতায়।
জীবন যায় দিনের নিশানায়
উভচর প্রাণীর জিভে জীবন্ত কিংবদন্তি স্টিফেন তেজের উচ্ছলতায়।