অতীতের বিসর্জন ঘটেছে
পাহারার নিকট কালো চোখের গহ্বরে
রংবেরং প্রতিবেদাঙ্কের নিয়মে আলোঘটা ছন্নছাড়া।
মানুষ মানুষ হতে পারিনি
চোখের জলে ভেসে গেছে নিদারুণ নিদ্রাহীন রাত
জীবনের সিঁড়ি পেরিয়ে অনেক চিরচেনা পৃথিবীর পথ শেষ হয়েছে জীবনের শেষ আয়ুর হাড়ের জীবাশ্মের ছাপে।
অতীতের বিসর্জন ঘটেছে মৃত্তিকার টানে
শুকিয়ে যাওয়া নদীর মাটিতে বিলীন হয়েছে অতিচ্ছায়া জর্জরিত আত্মত্যাগ আর বীরত্ব।
একটি ভেসে যাওয়া দুপুরে মুছে যাওয়া ঋণ ভাঙনের প্রপাতে হারিয়ে গেছে
ক্ষুদ্র ক্ষুদ্র পরিহাসের নীল বিষের শিশি ভেঙে গিয়ে।
হারেনি মানুষ শুধু হেরে গেছে পরিশুদ্ধ প্রেম
অরণ্যের রাজনীতির রাজত্বে ঘটে হাওয়া আদম হাওয়া ঘুরিয়েছেন চেনা বহু পথ।
হেঁটে যাওয়া প্রহরের ব্যবধানে।।
© Copyright Reserved
Abhijit Halder
24.04.2024