এসো হে নতুন
নসো হে নস্টালজিক সময়
জীবনের সাথে এসো বাস্তব।
এসো হে বৈশাখ এসো হে জীবনের তারুণ্য।

নীরবতা ভাঙলো দিনের শেষে শিশিরের শব্দের মত
চোখে চোখে কথার নিরুদ্দেশপনা আছে
হাতের উপর সভ্যতা আছে
মাটির উদ্দীপনা আছে চুঁইয়ে পড়া জলের স্বাধীনতায় বিশ্বস্ত সূত্রে।

এসো হে বৈশাখ
এসো হে নতুন
এসো তারুণ্যের জয়গান গেয়ে।
বনের পাখি এসো বনে বনে
রঙের বর্ষার মিলনমেলায় এসো প্রেম বসন্তের সুরভী নিয়ে।

নসো হে নতুন
এসো হে বৈশাখ এসো নয়নের জলে বিতৃষ্ণার সাগর জঠরে।
এসো নতুন এসো ভালোবাসা
বিশুদ্ধ সরোবর দাঁড়িয়ে নিরন্তর কাহিনী শিখে।
পায়ে পায়ে এগিয়ে চির্যচিরিত প্রভুত্বের জীবন মমত্ববোধের আঙিনা জুড়ে।

এসো হে নতুন
এসো হে বৈশাখ
এসো প্রতি তারুণ্যের মনে প্রাণে বিশ্বাসে।।


© Copyright Reserved
    Abhijit Halder
    14.04.2024