এসো হে বৈশাখ এসো নয়নের দ্বার খুলে
তোমারে করেছি মনে প্রাণে আপন
তোমারে করেছি হৃদয় মম ঋণ
শোধ করি ঋণ যত বাড়ে তত ঋতু।

এসো হে বৈশাখ এসো তোমারে চেয়েছি আজীবন
প্রভুত্বের জীবন একাকী বয়ে যায় নীরব রাতের তারা খসার মতো।
মৃত নগরীর বুকে ব্যস্ততা বাড়ে প্রিয়
আজি তুলো উড়িবার দিন হতে বর্ষার বারিধারায় সিক্ত হতে চেয়েছিলেন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে।
ডাক ছেড়ে সমস্ত পথিক ফিরে গেছে তাঁদের নিজ নিজ গন্তব্যে
বৈশাখের মাঝে দাঁড়িয়ে আছি নির্জীব
সমান্তরাল পথের ধারে ধাবিত গাছের যে চেহারা তাঁদের স্থান কিছুটা পরিবর্তন হয়ে সেখানে বিচ্ছেদের আগুয়ান লেখা।

চিলেকোঠার পাশে দাঁড়িয়ে দেখেছি গ্রীষ্মের পাতা ঝরা আর দমকা বাতাসে পাতাদের ওড়াউড়ি
শুধু তুমি আসবে বলে হে বৈশাখ।
তোমারে করেছি আপন হৃদয়ে মম
শিরদাঁড়া নতপ্রভাতী আলোয় বেড়ে ওঠা আলেয়ার ছায়া দিয়ে জানছি প্রেম
জানছি হে বৈশাখ তোমারে
তোমারে রেখেছি হৃদয়পিঞ্জিরায়
তোমারে করিয়াছি এ হৃদয় বসন।।


© Abhijit Halder
     13.04.2024