প্রাচীনত্বের ছোঁয়া লেগেছে ধরণীর গায়,
কত যুগ যুগান্তর হয়েছে যে পার,
কালের অতল গহ্বরে হারানো দিনগুলি,
স্মৃতি হয়ে আজও যেন কথা কয়।
পাথরের বুকে লেখা ইতিহাসের পাতা,
ডাইনোসরের পায়ের ছাপ, যেন এক রূপকথা,
সমুদ্রের বুকে জেগে ওঠা শৈলচূড়া,
কত রহস্য লুকিয়ে আছে, নেই তার কোনো সাড়া।
আকাশের তারারাও তো কত প্রাচীন,
লক্ষ কোটি বছর ধরে জ্বলছে তারা দিন-রাত,
পৃথিবীর বুকে বয়ে চলা নদীগুলোও,
কত সভ্যতা দেখেছে, কত না ইতিহাস।
প্রাচীনত্বের মাঝে লুকিয়ে আছে কত জ্ঞান,
কত অজানা রহস্য, কত না মূল্যবান,
সেই সব স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছে,
পৃথিবীর প্রাচীনতম জিনিস, আজও কথা বলে।।