হেমন্ত এসে
জীবনের সমস্ত ঝরা পাতা কেড়ে নিক।
বিষাদের শহরে আমার কিছু চাওয়ার নেই
আমার কিছু পাওয়ার নেই !
আমি চাই শুধু শান্তি আর শান্তি ।

     ••••• অভিজিৎ হালদার •••••