জীর্ণ গাছেদের কথা বলছি নীরব যন্ত্রণায়
কেউ নেই জনসমুদ্রের মিছিলে ।
শহরের পথে পথে শূন্যতার মিছিল
কয়েকটি মৃতদেহের পাশ কাটিয়ে ফিরে আসা অভ্যুত্থান
আগামীর পথে এগিয়ে চলে ।