নিজেকে বুঝলাম - সমাজকে বুঝতে শিখলাম
পিপীলিকাদের পথ ধরে জীবন বয়ে যায়
সূর্য নমঃ রাত্রি ।
জলের উপর হলুদ পাতা কতটা সময় ভাসতে পারে
একসময় ডুবে যায় ভারসাম্য হারিয়ে
কিংবা গন্তব্য ত্যাগ করে অবশেষে।