বাতাসের আলোকিত সরাগম বুকে তুলে
পদ্মপাতার জল হয়ে ঝরে পড়ে হৃদয়ের ব্যাকুলতা।