স্বপ্ন ভুলে যায় রোজ
আগামীর পথ চলা দ্রুততার সংকট সমস্ত কিছুই অনুভব
মানুষের জীবন্ত আত্মা নীরব
তবুও সে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাণবন্ত ও দুরন্ত দুর্লভ ।
তাই আমি আত্মার সাথে বসত গড়েছি জীবনভর ।

•••• অভিজিৎ হালদার ••••