বিরহের সুর বাজে পায়ে পায়ে
তোমরা মানুষের তৈরি পথে হেঁটে যাও দুঃখ ঘোচাতে
আর পাখিরা উড়ে যায় আকাশের পথে।
হাতে হাত রাখলেও কোনো মানুষ আপন হয়ে যায় না
তেমনি দূর বহুদূর থেকেও অনেক মানুষ প্রিয় হয়ে রয়।