সুতোয় গাঁথা পৃথিবী কাঠিন্য
যে পাখি উড়তে উড়তে একসময় গাছের গালে বসে
সে পাখি পথ ভুলেছে মানুষের দেওয়া আতঙ্কে।
কাজল কালো বর্ণ ভীরুতা মানুষের
মনের গভীরে যুদ্ধ যুদ্ধ অভিনয় আর দুর্গম পথ
অজস্র শূন্যস্থান সৃষ্টি হয়ে মানুষ ছলনাময়ী।
সমস্ত কবিতা একদিন ছলনা ছেড়ে ঘুরে দাঁড়িয়ে
মানুষের হাতে হাতে ঘুরে বেড়িয়ে বেঁচে থাকার ইতিহাস লিখবে।।