রাত্রির নিকটে নিস্তব্ধতা
অভাবী ঝরা পাতায় হারিয়ে যাওয়ার চিহ্ন
পথের অদৃশ্য লেলিহান শিখায় উদারতার অস্তিত্ব আঁকে একরাশ।
নিদারুণ সংকটজনক সময়ে নীলাভ আকাশের গায়ে ধ্রুবতারার আলো
পৃথিবীর পথে পথে বীভৎসের আভাস একান্ত নিজের মতো লাগে
সাজিয়ে রাখা গোলাপের পাপড়ি শুকিয়ে যায় চোখের মরুভূমিতে।