বিরহের প্রহরে আগুন জ্বলে কবিতার পাতায়
একশো একুশের সমুদ্রের পর মানুষ চিনতে শেখে চলার পথ
এতদিন তবে মানুষ কোন পথে চলে আসছে ?
মৃত্যুকে জয় করার প্রবল ভয়াত্থতা ঠিক কতটা ছাইয়ের রঙ ঝলছে গেলে ছাই মাটি হয়
কিংবা কত বছর হাড়ের টুকরো মাটিতে থাকলে তা একসময় মাটি হয় !
এইসব একমুঠো নিস্তব্ধতা নিয়ে অজস্র টিকে থাকার ব্রহ্মজাল
মানুষ জানে কি মাটির মহত্ত্বের কথা
নাকি সমস্তকিছুই তুচ্ছ ভেবে ধুলোয় মিশিয়ে দেয় ?