পাখি সব উড়ে যায়
কেউ থাকে না হৃদয়ের কাছে
শুধু শূন্যতা ছাড়া কেউ কোনদিন আপন ছিল না আমার ।
আমি পৃথিবীর সমস্ত কোলাহলের ভিতর আমার আত্মচিৎকারকে লুকিয়ে রেখেছি
কারণ কেউ কোনোদিন আত্মচিৎকারের মানে শেখেনি।

••• অভিজিৎ হালদার •••