পাশাপাশি গাছেদের মধ্যে যে দূরত্ব বজায় থাকে
তা মানুষের জন্য নয় !
ধুলোয় উড়ে যাওয়া সময় আমাদের
অজস্র জোনাকির হৃদপুষ্ট নিয়ে প্রশ্ন
কাটিয়ে সংশয় তবুও দীর্ঘ সময় একভাবেই বয়ে চলে।