নীরবে বয়ে যায় সময়
আমাদের একান্ত জীবন চঞ্চল।
মরুভূমির মতো উষ্ণ হৃদয়
তার ভিতর অবকাশের সংশয় রয়েছে
জাহাজের মাস্তুলে বিজয়ের পতাকা ওড়ে আকাশের দিকে লক্ষ্য রেখে
কি হতে কি হয়ে যায় তার ঠিক ঠিকানা নেই চিরস্থায়ী!
কবিতার শব্দ আর সিনেমার চরিত্র সময়ে সময়ে পথ বদ।