আজীবন আমরা পথ চলছি পৃথক হওয়ার নিয়মে
চাইলেই কি পৃথক হওয়া যায় !
মাইলের পর মাইল পথ চলে এসেছি এবং পথ চলছি
তোমরা সাফল্যের কথা বলো
আর আমি সাফল্যের ভিতর ভিন্নতা খুঁজি অপ্রার্থিত।

পুরাতন অস্তিত্বে সবহারানোর বেদনা
মানুষ মানুষের স্থান পরিবর্তনে অমিল
তবুও আঁকাবাঁকা পথ ধরে আমরা হারিয়ে যায় বেরঙীন পৃথিবীর মানচিত্রে সংকট এঁকে দিয়ে।।