বৃষ্টিতে ভিজে গেছে জীবনের আঁকা ছবি
অর্থহীন অনুশোচনা আমাদের
অনাবৃত আকাশে মিশে গেছে রংধনু।
মিছে মিছে স্বপ্ন বোনা আমাদের
অগ্নিপরীক্ষা বৃথা অবকাশ অবমাননা।