বিনিদ্র রজনী মৃত চোখের স্বপ্ন তাড়া করে জীবনকে
দেওয়ালে বুক ঠেকে যাওয়ার অভিনয় যেন মিথ্যা হয়
মিথ্যা হয়ে যায় কথা রাখার শব্দভাণ্ডার।
অসংখ্য শুভেচ্ছা বিনিময় একগুচ্ছ কবিতা লিখেছি আত্মজীবনীর জন্য
সেসব কবিতা রঙিন নয় কিংবা নয় আলোকিত
সেসব কবিতা আজন্ম আতঙ্কা কাটিয়ে এক পৃথিবীর সূচনা লিখছে অজানা ইতিহাসের খোঁজে।।