নতুন শহরের রাজপথে হেঁটে চলে যায় কয়েকটি পরিচয়হীন মানুষ
তাঁদের লক্ষ্য করলাম - হাবভাব মানুষের মতো হলেও তাঁরা মানুষ হতে চাইনি
কেন মানুষ হতে চাইনি সে কথা জানতে পারিনি !!
রক্তের সম্পর্ক ভালোবাসা ভাঙচুর
ফেলে আসা স্মৃতিমন্থর সবই বৃথা - বৃথা হয় জীর্ণহাড় এমনকি প্রিয়জন।