প্রতিশ্রুতি দিয়েও যে প্রতিশ্রুতিগুলো বিসর্জনে স্থান পায়
তার পরিণাম ভিন্ন - মানসিক পীড়া এমনকি আর্তনাদ।
পাখির ডানার মতো ঝরে পড়ে জীবনকাল
যে মুহূর্তগুলো হাওয়াই ভেসেছিল প্রথম সম্মানে
সেই মুহূর্তগুলো জীবন এবং মৃত্যুকে ছুঁয়ে যায় সূর্যসাদৃশ্য শিষ্টাচারে
তারপর পথ পরিবর্তনে একে একে হারিয়ে যায় মুহূর্তগুলো মুহূর্তকাল।।